সংবাদ শিরোনাম

recent

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়ারাবাজারে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :

৭ আগস্ট (বৃহস্পতিবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা শাখা।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে হরতকী তলায় গিয়ে শেষ হয়। গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ছাতক-দোয়ারা আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।




বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, সিলেট মহানগর কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, দোয়ারাবাজার জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর দিলোয়ার হোসেন, খলিলুর রহমান, মাওলানা এম. কে. এম. ফরিদ উদ্দিন, অধ্যাপক জাহারুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেন,

 “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এক নতুন দিগন্তে পৌঁছাবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটি ও মানুষের সাথে যে জুলুম করেছে, তার বিচার বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনার দোসররা এদেশের নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, জামায়াতের অনেক নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়েছে—এই সব হত্যার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ। এই জনআকাঙ্ক্ষা পূরণ হবেই।”

গণমিছিল ও সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়ারাবাজারে জামায়াতের গণমিছিল ও সমাবেশ Reviewed by প্রান্তিক জনপদ on 8/07/2025 05:19:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.